Ads (728x90)


ঝড়ের কবলে পড়ে বঙ্গোপসাগরে নয় ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এতে নিখোঁজ রয়েছেন ১৫ জেলে।
বরগুনার পাথরঘাটা থেকে ৫০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে বঙ্গোপসাগরের সুন্দরবনের দুবলার চর, নারিকেলবাড়িয়া ও লালদিয়ার চর এলাকায় এ সব দুর্ঘটনা ঘটে। শনিবার ভোর রাতে ডুবে যাওয়া ট্রলারের ১১২ জেলেকে রোববার সকালে উদ্ধার করা গেলেও ১৫ জেলে নিখোঁজ রয়েছেন। ফিরে আসা জেলেদের মধ্যে ডুব ট্রলারের কুদ্দুস, আজিজুল, সাইদুল মিয়া জানান, শনিবার সাগরে আবহাওয়ার ৩ নম্বর সংকেত দেয়ার পর মধ্যরাতে তারা ট্রলার নিয়ে পাথরঘাটার উদ্দেশে রওনা হয়। এমন সময় হঠাৎ করে পূর্ব দিক থেকে ঝড় আসলে তাদের ট্রলার ঢেউয়ের তোড়ে উল্টে যায়। তারা জালের ফোলোড ধরে ভাসতে থাকে। পরে রোববার সকালে পাথরঘাটার আলম মোল্লার মোহসিন আউলিয়া ট্রলারে তাদের উদ্ধার করে বরগুনা জেলা ট্রলার মালিক সমিতিতে নিয়ে আসে। এ ছাড়া এফবি সেন্টু ও এফবি সাধীন ট্রলারে ১০৬ জেলেকে উদ্ধার করেছে বলে ট্রলার মালিক সমিতির নেতারা জানিয়েছেন। বরগুনা জেলার ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তাফা চৌধুরী জানান, এখনো তাদের অর্ধশত ট্রলার নিখোঁজ রয়েছে। তারা ধারণা করছেন, সুন্দরবনের বিভিন্ন জায়গায় ট্রলারগুলো আশ্রয় নেয়ার কারনে মোবাইল নেটয়ার্ক না থাকায় তাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। এদিকে কয়েকদিন ধরে নিম্নচাপের প্রভাবে বঙ্গোপসাগর উত্তাল রয়েছে। পানি অস্বাভাবিক বৃদ্ধি পেয়ে নিম্নঞ্চল প্লাবিত হয়েছে। সাগর উত্তাল হওয়ায় বরগুনার বিভিন্ন খালে নিরাপদ আশ্রয়ে নিয়েছে শতশত মাছধরা ট্রলার। এসব ট্রলার সপ্তাহ খানেক আগে বঙ্গোপসাগরে মাছ ধরার জন্য গেলেও ফিরতে হয়েছে খালি হাতে। তবে গত দুই দিন ধরে চতারী এলাকায় কিছু জেলে উপকূলের কাছাকাছি থেকে মাছ ধরছিলেন।

একটি মন্তব্য পোস্ট করুন