বেসরকারি বিশ্ববিদ্যালয়ের টিউশন ফি'র উপর আরোপিত বর্ধিত ভ্যাট প্রত্যাহারের দাবিতে আজও রাজধানীসহ দেশের বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ করছেন।
পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী সকাল থেকেই রাজধানীর রামপুরায় ইষ্ট ওয়েষ্ট ইউনির্ভাসিটির শিক্ষার্থীরা 'নো ভ্যাট অন এডুকেশন' ব্যানারে সড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করছেন।এদিকে, সকাল থেকেই রাজধানীর ধানমন্ডি, সোবহানবাগ এবং উত্তরাসহ বিভিন্ন এলাকায় ভ্যাট প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। বিক্ষোভ চলাকালে উত্তরার হাউজ বিল্ডিং এলাকায় শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
এছাড়া, রাজধানীর সোবহানবাগে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ভ্যাট প্রত্যাহারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেন। এ সময় ধানমন্ডি এলাকায় বেশ কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এতে ধানমন্ডি ও আশপাশের এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে বিভিন্ন রাস্তায় তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে চরম দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ।
সরকার ভ্যাট প্রত্যাহার না করা পর্যন্ত শিক্ষার্থীরা আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। গত কয়েকদিন ধরেই ভ্যাট প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ করছেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
এদিকে, রাজধানী ছাড়াও বর্ধিত ভ্যাট প্রত্যাহারের দাবিতে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় বিভিন্ন এলাকায় রাস্তা বন্ধ করে দেয় তারা। এতে যানজটে পড়ে ভোগান্তি পোহাতে হয় কর্মজীবীদের।
চট্টগ্রাম: চট্টগ্রামে ওয়াসার মোড়ে অবস্থান নেন বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। পূর্ব ঘোষণা অনুযায়ী সেখানে বিক্ষোভ কর্মসূচি পালন করেন তারা। এসময় শহরের বহদ্দারহাট থেকে এয়ারপোর্ট পর্যন্ত রাস্তা বন্ধ করে দেয়া হয়। এতে ঐ এলাকায় সৃষ্টি হয় তীব্র যানজটের সৃষ্টি হয়।
রাজশাহী: রাজশাহীতে ক্লাস বর্জন করে আলুপট্টি এলাকায় নিজেদের ক্যাম্পাসের সামনে বিক্ষোভ করেন নর্থ বেঙ্গল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এছাড়া অন্যান্য বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো নিজ নিজ ক্যাম্পাসের সামনে অবস্থান নিয়ে কর্মসূচি পালন করেন। এসময়, ভ্যাট প্রত্যাহার করা না হলে আরো কঠোর কর্মসূচি দেয়া হবে বলে হুঁশিয়ারি দেন তারা। এছাড়া দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলেও জানান তারা।খুলনা: এদিকে, ভ্যাট প্রত্যাহারের দাবিতে দুপুরে খুলনার শিববাড়ি মোড়ে জড়ো হয়ে মানববন্ধন কর্মসূচি পালন করেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এসময় তারা, শিক্ষা কোনো পণ্য নয় উল্লেখ করে দ্রুত ভ্যাট প্রত্যাহারের দাবি জানান।
সিলেট: পূর্ব ঘোষণা অনুযায়ী সিলেটে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন ৫টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এসময় টিউশন ফি'র ওপর অর্পিত ভ্যাট অযৌক্তিক বলে মন্তব্য করেন তারা।
মানিকগঞ্জ: এদিকে, মানিকগঞ্জে বিক্ষোভ মিছিল নিয়ে ঢাকা-আরিচা মহাসড়কের দিকে যাওয়ার সময় পুলিশের বাধার মুখে পড়ে মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। পরে ক্যাম্পাসের সামনে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেন তারা।
রাজধানীজুড়ে তীব্র যানজট:এদিকে, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভ্যাট বিরোধী আন্দোলনে তীব্র যানজটে স্থবির হয়ে পড়ে রাজধানী। এতে চরম দুর্ভোগে পড়েন নগরবাসী। রাস্তা অবরোধ করে বিক্ষোভ করায় পায়ে হেঁটেই গন্তব্যে পৌঁছাতে দেখা যায় অনেককে। এছাড়া স্কুল, কলেজগামী শিক্ষার্থী ও রোগী বহনকারী গাড়ি রাস্তায় আটকে থাকে ঘণ্টার পর ঘণ্টা।
বর্ধিত ভ্যাট প্রত্যাহারের দাবিতে শিক্ষার্থীদের রাস্তা অবরোধের কারণে ভোগান্তিতে পড়তে হয় নগরবাসীকে। যানজটে কোন উপায় না পেয়ে হেঁটেই গন্তব্যে রওনা হন অনেকে। তবে, সবচেয়ে বেশি দুর্ভোগে পড়তে হয় কোমলমতি শিক্ষার্থীদের।
রোববার সকাল ১০টা থেকেই রাজধানীর ধানমন্ডি, পান্থপথ, বনানীসহ বিভিন্ন এলাকায় রাস্তা অবরোধ করে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এতে, ছোট ছোট গলিতে গাড়ি প্রবেশ করলেও মুহূর্তেই সেগুলোতেও ছড়িয়ে পড়ে যানজট। বাধ্য হয়ে অনেককে দেখা যায় গাড়ি থেকে নেমে যেতে।
মূল সড়ক বন্ধ করে বিক্ষোভ করায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয় দুর গন্তব্যে যাতায়াতকারী যাত্রী ও চালকদের।
সাধারণ মানুষের আশা, সরকার ছাত্রদের দাবি আলোচনার মাধ্যমে সমাধান করে দু:সহ যন্ত্রণা থেকে মুক্তি দেবে নগরবাসীকে।
একটি মন্তব্য পোস্ট করুন