Ads (728x90)

এখন খুব সহজেই Xposed Installer এর সাহায্যে মোবাইলে যেকোন ইউটিউব ভিডিও ডাউনলোড করুন যেকোন ফরমেটে, তাও আবার ইউটিউব এপ থেকেই।
আপনি আপনার মোবাইলে সাধারণ ইউটিউব ব্যবহার করেন। কিন্তু গান নামানোর জন্য টিউবমেট, বিভিন্ন ওয়েবসাইট ঘুরে বেড়ান। টিউবমেট, বিভিন্ন ওয়েবসাইট কিংবা ইউসি ব্রাউজার ব্যবহার করে ডাউনলোড করা গেলেও মোবাইলের সাধারণ ইউটিউব এপের মত সুযোগ সুবিধা পাওয়া যায় না।

কেমন হয়, যদি সব সুবিধা সহই ইউটিউব এপ থেকেই গান, ভিডিও ডাউনলোড করা যায়?
স্ক্রিনশট দেখুন।
প্রয়োজনীয় উপকরণ :-
১. রুটেড ফোন।
২. Xposed Installer.apk
৩. OGXposed Modules.apk
৪. নিচের ইউটিউব।
পদ্ধতি :
১. প্রথমে আপনার Xposed Installer setup করে নিন।
২. আপনার মোবাইলে এখন কোন Youtube.apk ইন্সটল করা থাকলে, তা আনইন্সটল করুন।
৩. নিচের লিনক থেকে Youtube.apk ডাউনলোড করে ইন্সটল করুন।
৪. OGXposed.apk ডাউনলোড করুন, ইন্সটল করুন, এবং Xposed Modules থেকে Module একটিভেট করুন।
৫. ফোন রিবুট করুন, আর ব্যবহার করুন।
ডাউনলোড লিনক :-
Full Credit Goes To Our Group Admin Anikur Rahman!!
এন্ড্রয়েড সমগ্র পরিবারের সাথেই থাকুন সর্বদা!!!😃😃

একটি মন্তব্য পোস্ট করুন