Ads (728x90)

musher
স্পোর্টস লাইভ: ক্রিকেটে উইকেট নেয়াটা স্বাভাবিক। টেস্ট ক্রিকেটে অনেক ক্রিকেটার ১০ উইকেট নিয়েছেন। কিন্তু তারা রান দিয়েছেন অনেক। ১৯৯৯ সালে পাকিস্তানের বিপক্ষে অনিল কুম্বলে ৭৪ রানে ১০ উইকেট নিয়েছিলেন।
কিন্তু এবার সবাইকে তাক লাগিয়েছে ভারতের এক ক্ষুদে ক্রিকেটার। তিনি ৯ রান দিয়ে ৯ উইকেট নিয়েছেন।  ভারতের মুশের খান। তার বর্তমান বয়স নয়। আর এই নয় বছর বয়সেই সবাইকে তাক লাগিয়ে দিতে শুরু করেছেন মুশের।
মুম্বাই ক্রিকেট এসোসিয়েশনের কর্তৃক আয়োজিত অনুর্দ্ধ-১৪ টুর্নামেন্টের দাদার ইউনিয়নের হয়ে খেলে এক ইনিংসেই মুশের নিয়েছেন ৯ রানে ৯ উইকেট। দুই ইনিংস মিলিয়ে মুশের নিয়েছেন ১২ উইকেট। দুই দিনের ম্যাচে মুশেরের দল হারায়  ভিরারকে।
ম্যাচ শেষে মুশের বলেন, আমার সুযোগ ছিল ১০ উইকেট নেয়ার কিন্তু একটি ক্যাঁচ ফিল্ডারের সামনে পরে বিধায় আর নেয়া হয় নি। আমি আমার পারফরমেন্সে খুশি।

একটি মন্তব্য পোস্ট করুন