Ads (728x90)




 



চিড়িয়াখানা কিংবা সাফারি পার্কে তো আমরা সবাই বেড়াতে যাই। সেখানে গিয়ে খাঁচা অথবা খাঁচার বাইরে থাকা প্রাণীদের আমরা আগ্রহ আর আনন্দ নিয়েই দেখি। কাউকে কাউকে আবার আদর স্নেহও করি। কিন্তু সেখানে যদি বাঘ আর সিংহ থাকে তাহলে কি করবেন? ক্রিমিয়ার একটি সাফারি পার্কে গেলে আপনিও পাবেন বাঘ আর সিংহ শাবকদের আদর করার সুযোগ।
ক্রিমিয়ার টাইগান সাফারি পার্কে গেলে দেখা মিলবে এমন অদ্ভুত দৃশ্যের। মানব শিশুদের সঙ্গে মনের আনন্দে খেলা করছে বাঘ আর সিংহের বাচ্চারা। কারও চোখে মুখেই নেই ভয়ডরের কোন ছাপ।
কেবল ছোটরাই নয়, এই প্রাণীগুলোর সাথে সময় কাটাচ্ছেন, বড়রাও। আর মানুষের মমতা পেয়ে যেন আরও আহ্লাদী হয়ে উঠছে বাঘ আর সিংহের শাবকগুলোও।
একটি বিশেষ প্রদর্শনী প্রকল্পের অংশ হিসেবে বাঘ-সিংহের বাচ্চাদের সঙ্গে দর্শনার্থীদের খেলার সুযোগ করে দিয়েছে কর্তৃপক্ষ। সাফারি পার্কের ম্যানেজার জানালেন, বন্য প্রাণীদের বিলুপ্তি ঠেকাতে মানুষের মধ্যে সচেতনতা তৈরির লক্ষ্যেই তাদের এই আয়োজন।
সাফারি পার্কের ম্যানেজার বলেন, আমরা সবধরনের শিকার বিরোধী। এদেরকে বাঁচাতে সবাইকে এগিয়ে আসতে হবে। নির্বিচারে এদের হত্যা বন্ধ না করলে পৃথিবী থেকে এরা একদিন চিরতরে হারিয়ে যাবে।
আর সাফারি পার্কে বেড়াতে আসা দর্শনার্থী বললেন, বন্যপ্রাণী শিকার রোধে সরকারের আরো কঠোর পদক্ষেপ নেয়া উচিৎ।
এক দর্শনার্থী জানান, আমি প্রাণীদের ভালোবাসি। তবে বাঘ আর সিংহের মত প্রাণীদের এত কাছ থেকে আদর করতে পারবো তা স্বপ্নেও ভাবিনি। আমি সত্যিই ভীষণ আনন্দিত।
সম্প্রতি চালানো এক জরিপ অনুযায়ী,বিশ্বে বর্তমানে আমুর বাঘ নামে পরিচিত সাইবেরিয়ান বাঘ এর সংখ্যা মোট  তবুও বিজ্ঞানীদের আশংকা, যথাযথ পদক্ষেপ না নিলে অচিরেই বিভিন্ন কারণে হারিয়ে যাবে এই প্রাণীটি।  শুধু সাইবেরিয়ান বাঘ আর সাদা সিংহই নয়। ইউরোপের সবচেয়ে বড় এই সাফারি পার্কে গেলে দেখা মিলবে মরুর দেশের প্রাণী উটেরও। পাশাপাশি নীলকন্ঠী ময়ূরকেও পাওয়া যাবে।

একটি মন্তব্য পোস্ট করুন